Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচীঃ

কুড়িগ্রাম পৌরসভার সমগ্র এলাকা ।  ৯টি ওয়ার্ডে চলমান-

সেবার/কর্মসূচীর ধরণঃ

১. আর্থিক সহায়তা-

  • প্রতিমাসে ৫০০/-(পাঁচশত) টাকা হারে
  • মেয়াদ : ২ বছর।

২. প্রশিক্ষণ প্রদান-

  • সচেতনতা বিষয়ে।

উপকারভোগী নির্বাচন প্রক্রিয়াঃ

  • নির্বাচিত আবেদনপত্রে আবেদন করতে হবে।
  • আবেদনপত্র যাচাই বাছাই আন্তে সরাসরি সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে প্রাথমিক তালিকা প্রস্তুত।
  • মাঠ পর্যায়ে বাড়ী ঘর যাচাই বাছাই আন্তে চুড়ান্ত তালিকা প্রস্তুত করণ। 

দরিদ্র মা' জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচীঃ

কুড়িগ্রাম জেলার সকল উপজেলা ও সকল ইউনিয়নে চলমান ।

সেবার/কর্মসূচীর ধরণঃ

১. আর্থিক সহায়তা-

  • প্রতিমাসে ৫০০/-(পাঁচশত) টাকা হারে
  • মেয়াদ : ২ বছর।

২. প্রশিক্ষণ প্রদান-

  • সচেতনতা ও স্বাস্থ্য সেবা।

উপকারভোগী নির্বাচন প্রক্রিয়াঃ

  • নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে।
  • ইউনিয়ন কমিটি আবেদন ফরম যাচাই বাছাই করে প্রাথমিক তালিকা প্রস্তুত।
  • ইউনিয়ন কমিটি হতে প্রাপ্ত তালিকা উপজেলা কমিটি যাচাই বাছাই করে চুড়ান্ত তালিকা প্রস্তুত।

 ভিজিডি কর্মসূচীঃ 

কুড়িগ্রাম জেলার সকল উপজেলা ও সকল ইউনিয়নে চলমান ।

সেবার/কর্মসূচীর ধরণঃ

১. আর্থিক সহায়তা-

  • খাদ্য সহায়াতা (প্রতি মাসে ৩০ কেজি চাউল)
  • মেয়াদ : ২ বছর।

২. প্রশিক্ষণ প্রদান-

  • সচেতনতা ও আই জি এ ।
  • সঞ্জয়ে উদ্বুদ্ধকরণ (প্রতি মাসে ২০০/-) টাকা।

উপকারভোগী নির্বাচন প্রক্রিয়াঃ

  • এলাকায় মাইকিং করে জনগনকে অবহিত করা।
  • ওয়ার্ড কমিটি কর্তৃক প্রাপ্ত তালিকা যাচাই বাছাই অন্তে ইউনিয়ন কমিটি প্রাথমিক তালিকা প্রস্তুত অনুমোদন করেণ।
  • ইউনিয়ন কমিটি হতে প্রাপ্ত তালিকা উপজেলা কমিটি যাচাই বাছাই করে চুড়ান্ত তালিকা অনুমোদন করেণ।

স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন ও অনুদান প্রদান:

সমগ্র কুড়িগ্রাম জেলায় বিস্তুত।নারীদের উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র পরিসরে এই সমিতি গুলোর আবেদনের প্রেক্ষিতে নিবন্ধন প্রদান করা হয়

এ পর্যন্ত নিবন্ধনকৃত মোট সমিতির সংখ্যা= ১৬৬ টি।

            ক্রমিক নং                       উপজেলার নাম                          সংখ্যা।

                ১.                              কুড়িগ্রাম সদর                            ৪৫টি

                ২.                              উলিপুর                                     ১২টি

                ৩.                             চিলমারী                                    ১১টি

                 ৪.                             রৌমারী                                     ১৩টি

                 ৫.                             রাজিবপুর                                   ৭টি

                 ৬.                             রাজার হাট                                ২০টি

                 ৭.                             নাগেশ্বরী                                   ৩৭ টি

                 ৮.                            ফুলবাড়ী                                   ১৭টি

                 ৯.                             ভূরুঙ্গামারী                                ৯টি

 

কার্যক্রমঃ

  • এলাকার নারীদের আত্মনির্ভরশীল করা।
  • বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে পরামর্শ দান।
  • বাল্য বিবাহ নিরোধে জন সচেতনতা তৈরী।

 

মহিলা প্রশিক্ষণ কেন্দ্রঃ

সক্ষমতা অর্জন ও অত্র জেলার দরিদ্র নারীদের(১৬-৪৫ বছর) স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচী পরিচালিত।

সেবার ধরণঃ

নগদ আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ প্রদান।

ট্রেডের নাম                             প্রশিক্ষনার্থীর সংখ্যা

দর্জি ও এমব্রয়ডারী                           ১০ জন।

বিউটিফিকেশন                                ১০ জন।

নার্সারী                                         ১০ জন।

শো-পিস                                      ১০ জন।

প্যাকেট তৈরী                                  ১০ জন।

নির্বাচন প্রক্রিয়াঃ

  • নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে।
  • কমিটির সদস্যদের উপস্থিতিতে সরাসরি সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়।

ক্ষুদ্র ঋণ কার্যক্রমঃ

কুড়িগ্রাম জেলার সকল উপজেলায় চলমান

সেবার ধরণঃ

  • দরিদ্র নারীরা
  • সর্বোচ্চ ১৫০০০/- টাকা।
  • ২ বছর মেয়াদী।
  • ৫% হারে সার্ভিস চার্জ।

 

 

নারী নির্যাতন প্রতিরোধঃ

পারিবারিক এবং সামাজিক ভাবে শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার যে কোন মহিলা কে আইনী পরামর্শ প্রদান সহ মামলা 

করার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও আদালত কর্তৃক প্রদত্ত নারী নির্যাতন সংক্রান্ত মামলা সরেজমিনে তদন্ত 

করে বাস্তব  সঠিক প্রতিবেদন দাখিল করা হয়ে থাকে