ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচীঃ
কুড়িগ্রাম পৌরসভার সমগ্র এলাকা । ৯টি ওয়ার্ডে চলমান-
সেবার/কর্মসূচীর ধরণঃ
১. আর্থিক সহায়তা-
২. প্রশিক্ষণ প্রদান-
উপকারভোগী নির্বাচন প্রক্রিয়াঃ
দরিদ্র মা'র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচীঃ
কুড়িগ্রাম জেলার সকল উপজেলা ও সকল ইউনিয়নে চলমান ।
সেবার/কর্মসূচীর ধরণঃ
১. আর্থিক সহায়তা-
২. প্রশিক্ষণ প্রদান-
উপকারভোগী নির্বাচন প্রক্রিয়াঃ
ভিজিডি কর্মসূচীঃ
কুড়িগ্রাম জেলার সকল উপজেলা ও সকল ইউনিয়নে চলমান ।
সেবার/কর্মসূচীর ধরণঃ
১. আর্থিক সহায়তা-
২. প্রশিক্ষণ প্রদান-
উপকারভোগী নির্বাচন প্রক্রিয়াঃ
স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন ও অনুদান প্রদান:
সমগ্র কুড়িগ্রাম জেলায় বিস্তুত।নারীদের উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র পরিসরে এই সমিতি গুলোর আবেদনের প্রেক্ষিতে নিবন্ধন প্রদান করা হয়
এ পর্যন্ত নিবন্ধনকৃত মোট সমিতির সংখ্যা= ১৬৬ টি।
ক্রমিক নং উপজেলার নাম সংখ্যা।
১. কুড়িগ্রাম সদর ৪৫টি
২. উলিপুর ১২টি
৩. চিলমারী ১১টি
৪. রৌমারী ১৩টি
৫. রাজিবপুর ৭টি
৬. রাজার হাট ২০টি
৭. নাগেশ্বরী ৩৭ টি
৮. ফুলবাড়ী ১৭টি
৯. ভূরুঙ্গামারী ৯টি
কার্যক্রমঃ
মহিলা প্রশিক্ষণ কেন্দ্রঃ
সক্ষমতা অর্জন ও অত্র জেলার দরিদ্র নারীদের(১৬-৪৫ বছর) স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচী পরিচালিত।
সেবার ধরণঃ
নগদ আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ প্রদান।
ট্রেডের নাম প্রশিক্ষনার্থীর সংখ্যা
দর্জি ও এমব্রয়ডারী ১০ জন।
বিউটিফিকেশন ১০ জন।
নার্সারী ১০ জন।
শো-পিস ১০ জন।
প্যাকেট তৈরী ১০ জন।
নির্বাচন প্রক্রিয়াঃ
ক্ষুদ্র ঋণ কার্যক্রমঃ
কুড়িগ্রাম জেলার সকল উপজেলায় চলমান
সেবার ধরণঃ
নারী নির্যাতন প্রতিরোধঃ
পারিবারিক এবং সামাজিক ভাবে শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার যে কোন মহিলা কে আইনী পরামর্শ প্রদান সহ মামলা
করার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও আদালত কর্তৃক প্রদত্ত নারী নির্যাতন সংক্রান্ত মামলা সরেজমিনে তদন্ত
করে বাস্তব ও সঠিক প্রতিবেদন দাখিল করা হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস